নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এবার এক ভন্ড সাধুর পাল্লায় পড়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। উক্ত সাধু নাকি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মিটিয়ে দিতে পারে। তাই স্বামীর সঙ্গে ঝগড়া মেটাতেই ঐ মহিলা গিয়েছিলেন এক সাধুর কাছে। সাধুর নাম সুকুমার দাস। সোমবার রাতে ঐ সাধু ও তার এক সাগরেদ জয়দেব ঐ মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা।
মহিলার বাবার বাড়ি সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মেয়েটির বিবাহ হয়। কিন্তু তাঁর স্বামীর সাথে ঠিকমতো বনিবনা হত না। তাই ঐ সাধু বাবার কাছে গিয়েছিল। কিন্তু তারপরেই এই পরিণতি।
মৃতার বাড়ি বনগাঁয়। এই ঘটনার পর মৃতার দাদা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঐ সাধুকে গ্রেপ্তার করে। মৃত্যুর আগে তিনি ঐ মহিলাকে একটি চিরকুটে সবকিছু লিখে রেখে যান।
previous post