April 7, 2025
রাজ্য

দাড়িভিট কাণ্ডে তদন্তভার পেল এনএইএ

সংবাদ কলকাতা: সংবাদ কলকাতা: দাড়িভিট কাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। এই ঘটনার এনএইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের পর্যবেক্ষণ, দাড়িভিটের ঘটনায় বোমা বিস্ফোরণের অভিযোগ রয়েছে। তাই এই মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন। তাই সিবিআই নয়, তদন্তভার সরাসরি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে দিল রাজ্যের উচ্চ আদালত। মৃতদের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হবে কি না, সেটাও তদন্ত করে দেখবে এনআইএ। পাশাপাশি মৃতদের দেহের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ, বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা মৃতদের পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নিদান দিয়েছেন।

উল্লেখ্য, উত্তর দিনাজপুরের মহকুমা শহর ইসলামপুর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দাড়িভিট গ্রাম। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই দাড়িভিট গ্রামের স্কুলে ব্যাপক হিংসার ঘটনা ঘটে। স্কুলে শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে স্কুলে ব্যাপক সংঘর্ষ হয়। সেখানকার কোএড উচ্চমাধ্যমিক স্কুলে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী। সেই স্কুলেই উর্দু এবং সংস্কৃত শিক্ষকের যোগ দেওয়া নিয়ে শুরু হয় গণ্ডগোল। স্কুল ভাঙচুর এবং শেষে গুলিতে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন আরও বেশ কয়েকজন। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য।

ঘটনার ৫ দিন পর সিআইডি তদন্তভার হাতে নেয়। গ্রামবাসীদের দাবি ছিল, যতক্ষণ রাজেশ এবং তাপসের মৃত্যুর কিনারা না হচ্ছে, ততক্ষণ স্কুল বন্ধ থাকবে। আরও দাবি ছিল, এই জোড়া মৃত্যুর তদন্ত একমাত্র সিবিআই করলেই তা মানবেন গ্রামের মানুষ। সেই মৃত্যুর ঘটনার মামলায় বুধবার আদালতের পর্যবেক্ষণ ছিল, দুই যুবকের মৃত্যু মামলার তদন্ত সঠিক পথে এগোয়নি। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেন স্থানীয়রা। যদিও পুলিশ তা অস্বীকার করে। এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন শূন্যে গুলি ছোড়া হয়নি, তা নিয়ে প্রশ্ন করেন বিচারপতি মান্থা।

Related posts

Leave a Comment