করাচি: দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করে খুনের চেষ্টা। এমনই জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। এখন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মুম্বই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিম করাচির একটি হাসপাতালে ভর্তি। এই আন্ডারওয়ার্ল্ড ডনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। পরিস্থিতি এতটাই জটিল যে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাসপাতাল চত্বর। তবে অন্ধকার জগতের কুখ্যাত এই ডনকে কে বা কারা খুনের চেষ্টা করতে পারে, সেবিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, দাউদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সংবাদমাধ্যমে খবর ছড়ায়, ফেরার এই মোস্ট ওয়ান্টেডকে বিষ দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। আরও একটি সূত্র থেকে জানা গিয়েছে, পাকিস্তানের অধিকাংশ শহরেই বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। করাচি, লাহোর, মীরপুরখাস বা রাওয়ালপিন্ডি—সর্বত্রই এক ছবি। তবে এমন কিছু যে হতে পারে, সেই সম্পর্কে টেলি যোগাযোগ দপ্তরের তরফে আগাম কোনও ঘোষণাও করা হয়নি। এর পরেই জল্পনার মাত্রা আরও বাড়ে। যদিও একাংশের দাবি, ইমরান খানের সমর্থকদের অনলাইন র্যালি চলছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সেই কর্মসূচি রুখতেই ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
previous post