32 C
Kolkata
August 2, 2025
দেশ

দাউদের মাথার দাম ২৫ লক্ষ ঘোষণা করল এন আই এ

দিল্লি: কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের খোঁজ দিলেই মিলবে পঁচিশ লক্ষ টাকা। তার সাগরেদ ছোটা শাকিলের খোঁজ দিলে মিলবে আরও ২০ লক্ষ টাকা। শুধু এখানেই শেষ নয়। এই পুরষ্কারের তালিকায় রয়েছে টাইগার মেনন, আনিস ইব্রাহিম, জাভেদ চিকনার নাম। এদের প্রত্যেকের মাথার দাম ধার্য হয়েছে ১৫ লক্ষ টাকা করে। সন্ত্রাস দমনে এই কঠোর পদক্ষেপ নিল ভারতের তদন্তকারী সংস্থা এন আই এ। গত ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে ডি কোম্পানির বিরুদ্ধে এই পুরষ্কার ঘোষণা করেছে এন আই এ। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক সরবরাহে অভিযুক্ত হয় দাউদ। সে সময় মুম্বইয়ের এই ভয়াবহ বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ১০০০ মানুষ। আর এই ঘটনায় ভারতে বিস্ফোরক আমদানি করে ডি কোম্পানি। এজন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মেলায় দাউদ। ভারত সরকার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছে, দাউদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা হোক।

Related posts

Leave a Comment