April 6, 2025
কলকাতা

দমদমের বাগানবাড়িতে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য

সংবাদ কলকাতা: দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকার বাগানবাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত কল্যাণ ভট্টাচাৰ্য (৭২) এই বাগানবাড়িতে একাই থাকতেন। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে সল্টলেকে থাকা তাঁর আত্মীয়রা তাঁকে ফোনে পাচ্ছিলেন না। সেজন্য এই বাড়িতে এসে তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় তাঁরা দেখতে পান ঘরের বাইরে থেকে তালা দেওয়া এবং ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরচ্ছে। এরপরই তাঁরা নাগেরবাজার থানায় খবর দেন।

নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, বাইরে থেকে ঘরের দরজায় কেন তালা দেওয়া ছিল? যা নিয়ে রহস্য তৈরি হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। মৃত ব্যক্তির আত্মীয়দের সঙ্গেও কথা বলা হচ্ছে।

Related posts

Leave a Comment