24 C
Kolkata
April 19, 2025
রাজ্য

দমকলে নিয়োগ দুর্নীতি, বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্ত

সংবাদ কলকাতা: এবার দমকলে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। এজন্য তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশ মোতাবেক শুক্রবার বিকাল সাড়ে তিনটে নাগাদ সিবিআই আধিকারকের একটি টিম পৌঁছে যায় তাঁর বাড়িতে। এবং অপর একটি টিম পৌঁছে যায় তাঁর অফিসে। সিবিআই অভিযানকালে তিনি অফিসেই উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বাহিনী তাঁর বাড়ি ও অফিস ঘিরে ফেলেছে।

উল্লেখ্য, সিবিআই তদন্তের নির্দেশের পর বিধায়ক তাপস সাহা এক রাশ ক্ষোভ উগরে দেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। কিন্তু তাতেও কাজ হয়নি। এদিকে অভিষেক ব্যানার্জি বলেন, প্রত্যেকের উচিত তদন্তে সাহায্য করা। কেউ দুর্নীতি করলে দল তাকে বুকে আগলে রাখবে না।

Related posts

Leave a Comment