সংবাদ কলকাতা, ২৭ আগস্ট: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে এখানকার নীলগঞ্জের মোষপোল এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নীলগঞ্জের মোষপোল এলাকায় ওই বেআইনি বাজি কারখানাটি বহুদিন ধরেই চলছিল। আজ সকালেই আচমকা বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। নিমেষে আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানাটি। বিস্ফোরণের তীব্রতায় সেখানে কর্মরত কর্মীদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহের বিভিন্ন অংশ। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বহু মানুষের দেহ। এমনটাই অনুমা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও বিশাল পুলিসবাহিনী। এখনও আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি।
এলাকাবাসীদের অভিযোগ, বাজি কারখানাটি বেআইনিভাবে চলছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। অথচ আশেপাশের এলাকাটি ঘন জনবসতিপূর্ণ। তা সত্ত্বেও কীভাবে এই অবৈধ বাজি কারখানা রমরমিয়ে চলছে, তা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। এদিকে রাজনৈতিক মহলে বাজি কারখানার আড়ালে বোমা তৈরির অভিযোগ করা হয়েছে। এই এলাকায় এরকম আরও বহু বেআইনি বাজি কারখানা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সেজন্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
previous post
next post
