30 C
Kolkata
April 5, 2025
জেলা

দক্ষিন ২৪ পরগনায় বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের

দক্ষিণ ২৪ পরগনা, ২৯জুলাইঃ জমিতে চাষের কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম শৈলেন নস্কর (৪৯)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার মহিষমারিতে। শনিবার সকাল থেকে জয়নগর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাতের সাথে অনবরত বজ্রপাত হতে থাকে। সেই দূর্যোগের মধ্যেই অন্য দিনের মতো এদিনও ছেলেকে সঙ্গে নিয়ে চাষের জমিতে যান শৈলেন বাবু । সেখানেই হঠাৎ বজ্রাঘাতে মৃত্যু হয় শৈলেন বাবুর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। পুলিশ দেহটিকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করার পর দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় মৃতের পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related posts

Leave a Comment