সংবাদ কলকাতা, ১৩ সেপ্টেম্বর: দক্ষিণ ২৪ পরগনার ৫০ জন টেট চাকরিপ্রার্থীদের ধর্নায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। চাকরিপ্রার্থীদের বক্তব্য, ১৩ বছর ধরে টালবাহানা চলছে। ২০০৯ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। তারপর পরীক্ষা নেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই বিজ্ঞপ্তি বাতিল করে দেয়। পরে আবার নিয়োগ করা হয়। এজন্য ২০১৪ সালে একটি ইন্টারভিউও হয়। কিন্তু, রাজ্যের অন্যান্য জেলায় নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনায় কোনও নিয়োগ করেনি সরকার। এমনকি প্যানেলও প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এই নিয়ে ধর্নায় বসার জন্য আদালতে আবেদন করেন চাকরিপ্রার্থীরা। গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের ৫ দিন ধর্নায় বসার অনুমতি দেন। গত ২১ সেপ্টেম্বর সেই ধর্নার সময়সীমা শেষ হয়। কিন্তু, তাতে দাবি পূরণ না হওয়ায় ফের গান্ধীমূর্তির পাদদেশে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসার আবেদন করেন তাঁরা। আজ বৃহস্পতিবার শুনানির পর সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য। তাঁর বক্তব্য, যেহেতু সেসময় অনির্দিষ্টকালের জন্য ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি, তাই এখন আর অনুমতি দেওয়া সম্ভব নয়।
previous post
