সংবাদ কলকাতা : দক্ষিণ দমদমে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণীর। কলকাতার আর জি কর হাসপাতালে রবিবার সকাল ৯ টায় মৃত্যু হয়েছে ওই তরুণীর। তিনি দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০ বছর বয়সী ওই তরুণীর নাম সমাপ্তি মল্লিক। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। এরপরেই তাঁর ডেঙ্গু চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। কিন্তু রাতে অবস্থার অবনতি হলে তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যু শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ করা হয়েছে। ফলে এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৭। যার ফলে অত্যন্ত আতঙ্কিত হচ্ছেন এলাকার মানুষজন।
previous post
