জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের পার্টিতে বন্দুক বাজের হামলা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। জখম হয়েছেন আরও ৩ জন। সেদেশের ইস্ট কেপ্ট টাউনের কাজাকেলে গ্রামে ঘটেছে এই ঘটনা। সে সময় অনুষ্ঠানে আপ্যায়িত অতিথিরা খাওয়া দাওয়া ও আনন্দে মশগুল ছিলেন। আচমকা বন্দুকের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। রক্তে ভেসে যায় তাঁদের শরীর। দুই আততায়ীর হামলায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এলাকায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রসঙ্গত গতবছর জুলাই মাসেও দক্ষিণ আফ্রিকায় বন্দুক বাজের হামলায় ১৯ জনের মৃত্যু হয়।
