24 C
Kolkata
April 17, 2025
দেশ

দক্ষিণে তিন রাজ্যের ১০৫ জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে নামল এনআইএ

চেন্নাই: এবার দক্ষিণ ভারতের একাধিক জায়গায় হানা দিল এনআইএ। আজ সাত সকালেই তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকের একাধিক জায়গায় হানা দেয় এনআইএ-র আধিকারিকরা। তামিলনাড়ু ও কেরালার ৬০টি জায়গায় ও কর্ণাটকের ৪৫টি জায়গায় এই তল্লাশি অভিযান চলে। বিশ্বের অন্যতম বিপজ্জনক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে এই অভিযান চালাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এই সংগঠন দেশে কোনও জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতেই এই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত কিছুদিন আগে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে গাড়ির মধ্যে সিলিন্ডার বিস্ফোরণ থেকে সন্দেহ দানা বাঁধে। সেই ঘটনার সূত্র ধরেই শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। এনআইএ সূত্রের খবর, বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে এই সব ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবাদের বীজ বপণ করা হচ্ছে। সেজন্য জোরকদমে চলছে তল্লাশি। ইসলামিক স্টেটের প্রতি নরম মনোভাবাপন্ন ব্যক্তিদের এই সকল স্থানে খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তদন্তকারী আধিকারিকরা। যদিও এখনও অবধি কারও গ্রেপ্তারির খবর মেলেনি।

Related posts

Leave a Comment