হায়দরাবাদ, ১১ সেপ্টেম্বর: রবিবার হায়দরাবাদে প্রয়াত হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা উপ্পলাপতি কৃষ্ণম রাজু। সম্পর্কে তিনি বর্তমানে জনপ্রিয় অভিনেতা প্রবাসের কাকা। এদিন সকালে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি লোকসভায় দু দু’বার সাংসদ নির্বাচিত হন । বাজপেয়ির আমলে তিনি কেন্দ্রীয় মন্ত্রীসভার রাষ্ট্রমন্ত্রী ছিলেন।
উল্লেখ্য, রাজু ১৯৬৬ সালে তেলুগু মুভি চিলাকা গোরিংকা দিয়ে সিনেমা জগতে পা রাখেন। প্রায় ১৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। মূলত বিদ্রোহী চরিত্রের নায়ক হিসেবে অভিনয় করতেন তিনি। সেজন্য বিদ্রোহী চরিত্রের ট্রেন্ডসেটার হয়ে উঠেছিলেন তিনি৷ ২০০৬ সালে দক্ষিণের ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হয় তাঁকে৷ এছাড়া বহু পুরস্কার পেয়েছেন রাজু। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷
