আগরতলা, ২৮ জুন: বুধবার ত্রিপুরায় লোহার রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। উল্টোরথে মর্মান্তিক এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২৫ জন ব্যক্তি। জখমদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ব্লক চৌমুহনীতে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রসঙ্গত ইসকনের উদ্যোগে এই প্রথমবার কুমারঘাটে রথযাত্রা উৎসবের আয়োজনা করা হয়। সোজা রথ সহজভাবে মিটলেও বিপত্তি ঘটে উল্টোরথে। এদিন রথটি কুমারঘাট মোটরস্ট্যান্ড নাট মন্দির থেকে টাউন হলে যাওয়ার পথে হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। বিদ্যুৎস্পৃষ্ঠ হয় রথটি। সঙ্গে সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ জন পুণ্যার্থীর। যাঁদের নাম সীমা পাল (৩৩), সুস্মিতা বৈদ্য (৩০), রূপক দাস (৪০), সোমা বিশ্বাস (২৮), রোহন দাস (৯) ও সানু মালাকার (৯)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। উৎসবের ভরা আনন্দের মধ্যে হঠাৎ বেজে ওঠে বিষাদের সুর।
previous post