28 C
Kolkata
April 6, 2025
বিদেশ

তোষাখানা মামলায় বাতিল ইমরান খানের গ্রেপ্তারি পরয়ানা

লাহোর: ইমরানের খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করল পাকিস্তানের আদালত। তোষাখানা মামলায় জারি হওয়া এই পরোয়ানা শনিবার বাতিল করেছে  ইসলামাবাদের হাইকোর্ট। তিনি আদালতে হাজিরা দিতে যাওয়ার সময়ে তাঁর কনভয়ে ঘটে পথ দুর্ঘটনা। তাঁর কনভয়ের তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। কনভয়ের একটি গাড়ি উল্টে গিয়ে ঘটে এই ঘটনা। এর মধ্যে নাশকতার সম্ভাবনার অনুমান করছেন অনেকে। এদিন আদালত চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁর সমর্থকরা। আদালতে তাঁর হাজিরা ঘিরে সংঘর্ষের সূত্রপাত। তবে তিনি এদিন হাজির হওয়ার পর আদালত ত্যাগের অনুমতি দেন বিচারক।

অন্যদিকে আদালতে তাঁর হাজিরা দেওয়ার সময়েই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাড়িতে ঘটে ধুন্ধুমার কাণ্ড। প্রায় দশ হাজার পুলিশের একটি বাহিনী হানা দেয় তাঁর জামান পার্কের বাড়িতে। সেসময় পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট মারে দলের সমর্থকরা। সংঘর্ষে ১০ জন জখম হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ২০ জন পাকিস্তান তেহরিক ই ইনসাফ সমর্থককে।

পুলিশের দাবি, ইমরানের পাঞ্জাব প্রদেশের এই বাড়ি থেকে একে-৪৭ সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যদিও এই অভিযোগ মানতে রাজি নন ইমরান। তিনি এটিকে ষড়যন্ত্র বলে দাবি  করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁকে গ্রেপ্তারির জন্য এই প্লানিং করা হচ্ছে। এই ঘটনাকে তিনি “লন্ডন প্লানিং” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, লন্ডনে পলাতক নওয়াজ  শরিফকে দেশে ফেরাতেই এই কাজ করেছে পুলিশ।

Related posts

Leave a Comment