21 C
Kolkata
December 24, 2024
দেশ

তেলেঙ্গানায় জতুগৃহে জীবন্ত দগ্ধ্ ৬

সংবাদ কলকাতা, ১৭ ডিসেম্বর: একটি কাঠের বাড়িতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু হল ৬ জনের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলায়। এখানকার রামকৃষ্ণপুর থানার সীমানায় ভেঙ্কটাপুর গ্রামে এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ছয় জনের। মৃতরা হলেন বাড়ির মালিক মাসু শিবায়া (৫৩) ও তাঁর স্ত্রী রাজ্যলক্ষ্মী (৪৫), মেয়ে মৌনিকা(২৩) এবং মৌনিকার দুই মেয়ে হিমবিন্দু ও সুইটি। এছাড়া এক আত্মীয় শান্তাইয়া (৫৫) অগ্নিদগ্ধ্ হন।

আগুন লাগার পর দমকল ও পুলিশে খবর দেন প্রতিবেশীরা। কিন্তু, আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে জতুগৃহের আকার নেয়। ফলে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দগ্ধ্ হয়ে যান বাড়ির সদস্য ও আত্মীয়রা।

একজন প্রতিবেশী আগুন লাগার পর পুলিশকে খবর দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, “রাজ্যলক্ষ্মী ও তাঁর স্বামী ওই বাড়িতে থাকতেন। দুই দিন আগে মনিকা, তাঁর দুই সন্তান ও এক আত্মীয় বাড়িতে আসেন। ফলে আগুন লাগার সময় বাড়িতে মোট ছয়জন উপস্থিত ছিলেন।”

বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়ার পর এই অগ্নিকান্ড ঘটে। সেজন্য তাঁরা আত্মরক্ষা করতে পারেননি বলে পুলিশের প্রাথমিক অনুমান। এব্যাপারে ডিসিপি অখিল মহাজন বলেন, কুড়েঘরটি কাঠের খুঁটি দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাইরে বেরোনোর দরজাটাও আগুন লেগে যায়। ফলে বাড়িতে যাঁরা ঘুমিয়ে ছিলেন, তাঁরা বুঝতে পারার আগেই জীবন্ত অগ্নিদগ্ধ্ হয়ে যান।

পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার অথবা ইলেক্ট্রিক্যাল শর্ট সার্কিট থেকেও আগুন লেগে এই ঘটনা ঘটতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment