November 2, 2025
দেশ

তেলেঙ্গানার শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডির বাড়িতে আয়কর অভিযান

হায়দরাবাদ: মঙ্গলবার আয়কর হানা তেলেঙ্গানার শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডির বাড়িতে। তল্লাশি চালানো হয় তাঁর ছেলে মহেন্দ্র রেড্ডি ও জামাই এম রাজশেখর রেড্ডির অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানেও। এই অভিযানে ছিলেন আয়কর দফতরের প্রায় দেড়শো জন আধিকারিক। তাঁরা রেড্ডির হায়দরাবাদের বাড়ি ও অফিসে তল্লাশি চালান বলে খবরে প্রকাশ।

উল্লেখ্য, মাল্লা রেড্ডি হলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মন্ত্রিসভার দ্বিতীয় মন্ত্রী। যাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলি অভিযান চালিয়েছে। রাজ্যে গ্রানাইট ব্যবসায় অনিয়মের অভিযোগে একটি মামলা দায়ের হয় সিবিআই দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে অর্থনৈতিক তছরুপের তদন্তে নামে ইডি।

Related posts

Leave a Comment