অভিনেত্রী অদিতি রাও হায়দারি চুপি চুপি বিয়ে করেছেন! গুঞ্জন, গত ২৬ মার্চ তেলেঙ্গানায় একটি মন্দিরে দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে বিয়ে করেছেন। গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় সেই খবরই ঘুরে বেড়াচ্ছে। অভিনেত্রী জানিয়েছেন যদিও সেই গুঞ্জন আংশিক সত্যি। ইনস্টাগ্রামে সিদ্ধার্থের সঙ্গে ছবিও শেয়ার করেন অভিনেত্রী। তাতে দেখা যায় দু’জনের হাতেই রয়েছে আংটি। আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অদিতি জানান তাঁরা বাগদান সেরে ফেলেছেন। সোশ্যাল মিডিয়াতে সেই খবর আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অদিতির অনুরাগীরা। সিদ্ধার্থ ও অদিতির ২০২১ সালে তেলেগু ছবি মহাসমুদ্রমের শ্যুটিং সেট থেকেই প্রেম শুরু। যদিও সম্পর্কের খবর বহুদিন তাঁরা গোপন রেখেছিল।