April 12, 2025
Featured বিদেশ

তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট জি জিনপিং

বেজিং: ফের চীনের প্রেসিডেন্ট হলেন জি জিনপিং। এই নিয়ে তিনি টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন। পাশাপাশি, মনোনীত হয়েছেন কেন্দ্রীয় মিলিটারি কমিশনের চেয়ারম্যান পদে। এই নির্বাচনে তাঁর কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না। ন্যাশনাল পিপল’স কংগ্রেস-এর প্রায় তিন হাজার সদস্য তাঁকে নির্বাচিত করেন।

তবে নজিরবিহীন এই নির্বাচনের ফলে চীনে একনায়কতন্ত্রের তত্ত্ব মাথাচাড়া দিচ্ছে। কারণ, এই নির্বাচন নিয়ম বহিৰ্ভূত বলে অনেকে মনে করেন। সাধারণত সেদেশের নিয়ম হচ্ছে, চীনের প্রেসিডেন্ট পদে কোনও একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার নির্বাচিত হতে পারেন। জিনপিং ২০১৮ সালে এই নিয়মের পরিবর্তন করেন।

গত বছর তিনি তৃতীয়বার চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। এবার প্রেসিডেন্ট হতেই দেশের শাসনক্ষমতার একচ্ছত্র আধিপত্য তাঁর হাতে চলে গেল। ফলে একনায়কতন্ত্রের তথ্য ক্রমশ স্পষ্ট হচ্ছে।

Related posts

Leave a Comment