সংবাদ কলকাতা: ফের গ্র্যামি পুরষ্কার জিতলেন ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক রিকি কেজ। এবার ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য পুরষ্কার জেতেন তিনি। লস এঞ্জেলসে ৬৫ তম আসরে তৃতীয়বার গ্র্যামি জিতে রেকর্ড গড়লেন রিকি। নয়টি গান ও আটটি মিউজিক ভিডিও রয়েছে রিকি কেজের ডিভাইন অ্যালবামে। তাঁর অ্যালবাম সেরা ইমারসিভ অডিও বিভাগে মনোনীত হয়েছিল।এর আগে ২০১৫ সালে ‘উইন্ডস অফ সমাসারা’র জন্য তিনি প্রথমবার গ্র্যামি পুরষ্কার লাভ করেন। দ্বিতীয় পুরষ্কার জিতেছিলেন গত বছরেই। এর আগে আর কোনও ভারতীয় তিনবার গ্র্যামি পুরষ্কার পাননি।
পুরষ্কার জয়ের পর বেঙ্গালুরুর এই সুরকার ট্যুইটে লেখেন, ‘আমার ৩য় গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলাম। আমি অত্যন্ত কৃতজ্ঞ ও বাকরুদ্ধ! এই অ্যাওয়ার্ড দেশকে উৎসর্গ করলাম’। অন্যদিকে এবার ৩২তম গ্র্যামি জিতে আন্তর্জাতিক স্তরে নজির সৃষ্টি করেছেন বিয়ন্সে। তিনি ‘রেনেসঁ’ অ্যালবামের জন্য এবার গ্র্যামি পুরষ্কার লাভ করেন।
previous post