November 2, 2025
বিদেশ

তৃতীয় চার্লসের অভিষেকের আগেই বাকিংহাম প্যালেসে বিস্ফোরক উদ্ধার, চাঞ্চল্য

লন্ডন: গোটা লন্ডন শহরে এখন জোরকদমে চলছে প্রস্তুতি। সেজে উঠেছে শহর। চারদিন বাদেই ইংল্যান্ডের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমন্ত্রিত বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়ক, বিশিষ্ট ব্যক্তি ও সেলিব্রিটিরা। কিন্তু তার মধ্যেও চূড়ান্ত গলদ ধরা পড়ল। কে বা কারা বাকিংহাম প্যালেসের প্রাঙ্গনে শটগানের কার্তুজ ছুঁড়ে মেরেছে। এই নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। প্রশাসনিক নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। শুরু হয়েছে বিস্তারিত তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এদিকে উদ্ধার হওয়া কার্তুজের বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেছে প্রশাসন।

Related posts

Leave a Comment