27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

আগামী ১৭ এপ্রিল লোকসভা ভোটের প্রচারে শিলচরে সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী এর পর উত্তরপ্রদেশে প্রচারে যেতে পারেন। এবারের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের বাইরে অসমের চারটি, উত্তরপ্রদেশের একটি ও মেঘালয়ের ১ টি আসনে প্রার্থী দিয়েছেন তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে থেকেই বাংলায় ভোট প্রচার শুরু করে দিয়েছেন। শিলচরে তাঁর আগামী ১৭ এপ্রিল সভা করার কথা রয়েছে। তৃণমূলের প্রার্থী ললিতেশপতি ত্রিপাঠী আছেন উত্তরপ্রদেশের ভাদোহি আসনে । তৃণমূলের প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। ফলস্বরূপ দলীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশে মমতা-অখিলেশ এক মঞ্চ থেকে বিজেপি বিরোধী সুর চড়াতে পারেন।

Related posts

Leave a Comment