প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন। তিনি আজ, বৃহস্পতিবার থেকে প্রচার শুরু করেছেন। ইউসুফ কিছু বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে মানুষ মুগ্ধ হয়ে গেল। তিনি নিজের ভালোলাগা ও অনুভূতির কথা প্রকাশ করেন। ইউসুফ বক্তব্যের সময় বিরোধী কোনও রাজনৈতিক দল ও নেতার নাম মুখেও আনলেন না। ক্রিকেটার ইউসুফ বলেন, কলকাতার হয়ে খেলেছি যখন, তখন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আর এখানে আসতে পেরেও সকলের খুব ভালোবাসা পেলাম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর সাথে সাথে জেলার দলীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে ইউসুফ বক্তব্য শেষ করেন।