সংবাদ কলকাতা: আবারও কয়েক কোটি টাকা উদ্ধার হল তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে। বৃহস্পতিবার দিনভর ধরে আয়কর দপ্তরের কর্তা ব্যাক্তিরা তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার করে। তাঁর চালকল, তেলকল এবং বিড়ি কারখানা প্রভৃতি জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তর। প্রথমে একটি কাটুনের মধ্যে থেকে উদ্ধার হয় ৯ কোটি টাকা। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ১১ কোটি।
বুধবার সুতি থানার ঔরঙ্গাবাদের বাড়িতে শুরু হয় তল্লাশি। এদিন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আনন্দ বিড়ি ও সুতির শিব বিড়ি ফ্যাক্টারিতেও হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। এর পর তল্লাশি শুরু হয় জাকিরের বিড়ি কারখানা, তাঁর দু’টি শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি বন্ধ থাকা গুদামে। টানা ১৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি। আয়কর দফতর সূত্রে দাবি, ওই তল্লাশিতে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা ছাড়াও বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই নিজের সম্পত্তি সম্পর্কে আয়কর দপ্তরকে হিসাব দিয়েছেন জাকির হোসেন। তারপরেই আয়কর দপ্তর হানা দেয় তাঁর বাড়ি সহ চালকল, তেলকল ও বিড়ি কারখানায়। বিএসএফ জওয়ান দিয়ে অভিযান শুরুর আগে দুটি ফ্যাক্টারি কার্যত ঘিরে ফেলা হয় । এরপর আয়কর বিভাগের আধিকারিকরা দফায় দফায় কয়েকটি গাড়ি করে আসেন সেখানে। কারখানায় ঢুকে তাঁরা তল্লাশি শুরু করেন। রহস্য তৈরি হয় তল্লাশির উদ্দেশ্য নিয়ে। অবশেষে আজ জানা যায়, ১১ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। যার উৎস সম্পর্কে যথাযথ হিসাব দিতে পারেননি জাকির সাহেব।
তবে কি আয়কর দপ্তর জাকির হোসেনের আয় নিয়ে সন্দেহ প্রকাশ করছে? যা নিয়ে রীতিমতো সুর চড়িয়েছে বিরোধীরাও।
previous post