নিজস্ব সংবাদদাতা, কলকাতা: তৃণমূল বিধায়ক তাপস রায়ের দল ছাড়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তাঁর করা একটি মন্তব্যকে ঘিরে এই সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি তিনি বলেন, দলে কতদিন থাকব, তা সময় এলেই দলকে জানিয়ে দেব। তাঁর এই মন্তব্যের ভিডিওটি ভাইরাল হতেই বাড়ে জল্পনা। ভিডিওতে তাপস রায় আরও বলেছেন, আমাকে ধরে রাখা কঠিন। তবে দলকে জানানো উচিত। তাই জানিয়ে দেব। তাঁর মন্তব্য করা এই ভাইরাল ভিডিও নিয়েও দলের অন্দরে বেড়েছে চরম অস্বস্তি। যে তাপস রায় দলের ভালো মন্দ সমস্ত বিতর্কে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। মিডিয়ার সামনে দলের পক্ষ হয়ে সাফাই দিয়েছেন। সেই ব্যক্তির হঠাৎ কী হল?
সূত্রের খবর, তাপস রায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার এক নেতার মোটে বনিবনা হচ্ছে না। দলের ভিতরে এই অশান্তি চলছে দীর্ঘদিন ধরে।
আবার অনেকের ধারণা, অতীতে সৌমেন অনুগামী তাপস রায়কে এবার দলের মন্ত্রিসভায় ঠাঁই দেননি মুখ্যমন্ত্রী। সেবিষয়ে মনে মনে ক্ষুণ্ন হয়েছেন বলে অনেকের ধারণা। পাশাপাশি, তিনি যখন দলের উত্তর কলকাতার সভাপতি ছিলেন, তখন থেকেই ওই নেতার সঙ্গে একটা দ্বন্দ্ব চলছিল। সেজন্যই কি তিনি দল ছাড়তে চাইছেন? নাকি সরকার ও দলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগের কারণে দল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাইছেন?
যদিও তাপস রায় সাংবাদিকদকের প্রশ্নের উত্তরে এই বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, বেশিদিন রাজনীতি করা কারওরই উচিত নয়। সেজন্যই এই কথা বলেছি। তবে তিনি যাই বলুন, সময় এলেই বোঝা যাবে তিনি দল ছাড়ছেন নাকি থাকছেন! কারণ গত বিধানসভা ভোটের আগে নানা প্রশ্ন উঠতেই অনেক নেতাই বলেছিলেন তিনি দলেই আছেন। কিন্তু, নির্দিষ্ট সময় পর দেখা গিয়েছিল, তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও তাপস রায় দল ছাড়লে বিজেপিতে না গিয়ে কংগ্রেসেও ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকের ধারণা।
previous post
next post