সংবাদ কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীদের শিবের মতো বিষ পান করার পরামর্শ দিলেন সাংসদ মহূয়া মৈত্র। আজ মুর্শিদাবাদের ডোমকলে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্য বলেন, টিকে থাকতে হলে শিবের মতো বিষ পান করুন। বিষ যেন গলার নিচে নামে। তবেই মঙ্গল। নইলে লোকসভায় পস্তাতে হবে।
তিনি বলেন, পঞ্চায়েতে যদি কেউ প্রার্থী হয়েও টিকিট না পান তাহলে বিক্ষোভ দেখাবেন না বরং সহ্য করুন। হয়তো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসার পর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য মহুয়া এই বার্তা দিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
previous post
next post