সংবাদ কলকাতা: অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। ফ্ল্যাট বিক্রিতে প্রতারণাকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। এছাড়া সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করেছে ইডি।
ফ্লাট প্রতারণা মামলায় 12ই সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহানকে ইডি দপ্তরে হাজির হতে হবে। সেই সঙ্গে সংস্থা ডিরেক্টর রাকেশ সিং-কেউ তলব করা হয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্স-এর ইডি দপ্তরে। ইতিমধ্যে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। অভিযোগ, এই সংস্থা বিভিন্ন প্রবীণ নাগরিকদের থেকে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে। প্রায় ২৪ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। প্রায় ১০০ থেকে ১০৪ জনের কাছ থেকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে।
সেই টাকা কিন্তু কোনওভাবেই ফেরত দেওয়া হয়নি। এমনকি বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা একাধিক তথ্য প্রমাণ নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে গিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই এক সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান যিনি এই কোম্পানির ডিরেক্টর ছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত তাঁকে জেরা করে জানতে চাওয়া হতে পারে, কত টাকা তোলা হয়েছিল এবং সেই টাকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছেছে।
উল্লেখ্য, ২০১৪ সাল পর্যন্ত নুসরত জাহান ডিরেক্টর ছিলেন। এই কোম্পানির তখন ভূমিকা কী ছিল? সংস্থার বোর্ড অফ মিটিংয়ে তিনি থাকতেন কিনা? পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত হতো, তাতে তাঁর কোনও হাত ছিল কিনা। তাঁর সঙ্গে কোনওরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা? এবং আর্থিক লেনদেন হয়ে থাকলে সেই আর্থিক লেনদেন কিসের ভিত্তিতে হয়েছিল? নুসরত জাহানের বিরুদ্ধে মূলত অভিযোগ করা হয়েছিল, এই সংস্থা থেকে তিনি একটা বিপুল পরিমাণ অংকের টাকা লোন নিয়েছিলেন।
সেই লোন তিনি কেন নিয়েছিলেন এবং কিসের জন্য নিয়েছিলেন এই কোম্পানি তাঁকে যে লোন দিয়েছিল, সেই লোন কি আমানতকারীদের টাকা থেকে দেওয়া হয়েছে? এর আগে নুসরত জাহান সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, এই লোনের টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। ইডির তরফ থেকে প্রশ্ন আসতে পারে, এই লোনের টাকা কেন এত বছর পরে তিনি ফেরত দিলেন? এইসব বিষয়ই তদন্ত করতে ১২ই সেপ্টেম্বর ইমপোর্টমেন্ট ডিরেক্টরের তরফে সল্টলেক সিজিও কমপ্লেক্স হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
previous post
next post