সামনেই লোকসভা ভোট আসছে। রাজনৈতিক নেতাদের ইচ্ছা সেটাকেই হাতিয়ার করার। ভোটার আগেই আসছে দোল উৎসব। আর সেই দোল উৎসবই জনসংযোগের অন্যতম সুযোগ বলে মনে করে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস ২৬ মার্চ দোল উত্সবের আয়োজন করছে। আর সেদিন সেই উৎসবে দিনহাটা শহরে হেমন্তবসু কর্নারে হাজির থাকবেন দিনহাটার নেতারা।
next post