সুমন মল্লিক ও সুভাষ পাল: বীরভূমে তৃণমূলের পালে হাওয়া ফেরাতে এবার জেলবন্দী অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করলেন ববি হাকিম। প্রসঙ্গত বলা প্রয়োজন, গ্রেপ্তার হওয়ার পর দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পার্থকে। তেমনটা কিন্তু দেখা যায়নি অনুব্রতর বেলায়। উপরন্তু তৃণমূল নেত্রী তাঁকে বীরের সাথে তুলনা করেছিলেন। এই নিয়ে বিরোধী শিবির ও শাসক দলের মধ্যে চাপানউতর শুরু হয়। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
শনিবার রামপুরহাট ২ নং ব্লকে এক কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে ববি হাকিম বলেন, ‘অনুব্রত বাঘ। তাকে বেশিদিন খাঁচায় বন্দী করে রাখা যাবে না। বাঘ খাঁচায় বন্দী থাকলে খাঁচার বাইরে শিয়ালগুলো লাফালাফি করে। আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া করছে, যখন সেই বাঘ আবার বেরিয়ে আসবে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে।’ শনিবার তাঁর এই বক্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, অনুব্রতর গ্রেপ্তারের পর থেকেই প্রধান বিরোধী দল বিজেপি শক্তিশালী হয়েছে বীরভূমে। একের পর এক সভা করছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত বুধবার এখানেই সভা করেন। সেখানে তিনি একাধিক বিষয়ে শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে তোপ দাগেন। যা তৃণমূলের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে গিয়েছে।
একদিকে একের পর এক নেতা মন্ত্রীদের দুর্নীতি; আর অন্যদিকে জেলবন্দী অনুব্রত মন্ডল। অনুব্রতর অভাবে বীরভূমের সংগঠন দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি জনসমর্থনও তলানিতে গিয়ে থেকেছে। শাসকদলকে কেউ ভয় পাচ্ছে না। এখন মানুষ প্রকাশ্যেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছে। রাজনৈতিক মহলের ধারণা, অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের মরা গাঙে জোয়ার আনতেই এই মন্তব্য করেছেন ফিরহাদ।
next post