18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পেটে ছুরির আঘাত, ধৃত ১

কোচবিহার, ১৫ আগস্ট: তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য নারায়ণ মোদককে ছুরি দিয়ে কোপানো হয়েছে। অভিযোগ, এদিন সকালে এলাকারই বাসিন্দা সুশান্ত দাস ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করেন। ঘটনায় গুরুতর জখম হন নারায়ণ মোদক। তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠছিল সুশান্তর বিরুদ্ধে। এনিয়ে এলাকায় অসন্তোষ ছড়াচ্ছিল। এদিন এ বিষয়ে আলোচনার জন্য অন্যদের সঙ্গে ওই পঞ্চায়েত সদস্য সুশান্তর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেসময় ওই ব্যক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয় বাসিন্দারাই নারায়ণ মোদককে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে পাঠান। এরপর তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related posts

Leave a Comment