April 18, 2025
রাজ্য

তৃণমূলের ধর্ণা মঞ্চ নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

সংকল্প দে, সংবাদ কলকাতা: ধর্নার নামে ড্রামা চলছে। পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে সেটাকে ঢাকার জন্য এসব করছে তৃণমূল। এরা রাজভবনের গেটের সামনে ধর্ণার জন্য আসেনি, এসেছে বাংলার মানুষের সামনে যে মিথ্যে বলা হয়েছে সেটার সত্যি জানানোর জন্য। কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর সম্পর্কে মিথ্যে বলেছে তৃণমূলের নেতারা, যে উনি দেখা না করে পালিয়ে গেছেন, কিন্তু সেটা সম্পূর্ন মিথ্যে। এটার জন্য তৃণমূলের নেতাদের ক্ষমা চাওয়া উচিত মাননীয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জন জ্যোতির কাছে। শনিবার তৃণমূলের ধর্ণা প্রসঙ্গে এমনই কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি আরও বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গ বাসীর কাছে অনুরোধ করতে চাই, যে বা যারা এই চুরি করেছে বা দুর্নীতি করে চলেছে বাংলার মানুষের সাথে তাদের জন্য ক্যাগ রিপোর্টের আবেদন করুন। যারা চুরি করেছেন তাদের জেলের ভেতর দেখতে চাই। মাননীয় মন্ত্রী কে অনুরোধ করবো স্পেশাল অডিট টিম দিয়ে তদন্ত করা হোক। জব কার্ড ও আবাস যোজনার নামে যে বিপুল দুর্নীতি হয়েছে তার পরিমাণ জানা যাবে। যে টাকা চলে গিয়েছে পিসি ভাইপোর কাছে।’

Related posts

Leave a Comment