22 C
Kolkata
December 25, 2024
কলকাতা

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং গ্রেপ্তার, পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ

সংবাদ কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিং গ্রেপ্তার হলেন। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার একটি গোলমাল ঘিরে এই গ্রেপ্তারি বলে জানা গিয়েছে। এর আগেই এই ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার গ্রেপ্তার হলেন অর্জুন সিংয়ের ভাই।

জানা গিয়েছে, ওই ব্যাটারি কারখানায় পাঁচদিন ধরে দুই শ্রমিক সংগঠনের মধ্যে গোলমাল চলছিল। এদের মধ্যে সঞ্জয় সিং একটি শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি। আজ, শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। যদিও নোয়াপাড়া থানায় আপাতত সঞ্জয় সিংকে রাখা হয়েছে।

সূত্রের খবর, শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় তৃণমূল কংগ্রেসেরই দুই সংগঠনের সংঘর্ষের জেরে গত কয়েকদিন ধরে অচলাবস্থা চলছিল। সেই সংঘর্ষে সঞ্জয় সিংয়ের নাম জড়িয়ে যায়। অবশ্য নিজের ভাই-এর ব্যাপারে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সঞ্জয় সিং-কে গ্রেপ্তারের পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ মানুষ জগদ্দল থানার সামনে পুলিশকে ঘেরাও করে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের শ্রমিক ইউনিয়নের সঙ্গে সঞ্জয় সিংয়ের অনুগামী সংগঠনের কোন্দল চলছে বলে অভিযোগ। এব্যাপারে সোমনাথ শ্যাম বলেন, ‘‌পুলিশ পুলিশের মতো করে তদন্ত করছে।’‌

Related posts

Leave a Comment