বসিরহাট: বসিরহাটের হাসনাবাদের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি আব্দুল রহিম গাজীর মাছের আলাঘর আগুনে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন একজন গ্রামবাসী।
এলাকায় আব্দুল রহিমের ৫- ৬ বিঘার একটি মাছের ভেড়ি আছে। সেখানকার আলাঘরে মজুত ছিল মাছের সরঞ্জাম, খাবার, জাল ইত্যাদি। আগুনে প্রায় ৫-৬ লক্ষ টাকার সরঞ্জাম পুড়ে গিয়েছে বলে জানান তিনি।