সংবাদ কলকাতা: প্রায় ১৪ ঘন্টা তল্লাশির পর তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে চলে গেলেন তদন্তকারী অফিসাররা। সিবিআই চলে যাওয়ার পর কান্না ভেজা গলায় সাংবাদিকদের সামনে ভেঙ্গে পড়েন বিধায়ক। তিনি অভিযোগের সুরে বলেন, তৃণমূলেরই এক অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আমি দলত্যাগ করব না। সিবিআই আমার ব্যাঙ্ক একাউন্ট সহ বিভিন্ন বিষয়ের তল্লাশি করেছে। ওদের ধারণা ছিল আমার কাছে ১০ থেকে ২০ কোটি টাকা আছে। এছাড়াও তাঁদের ধারণা ছিল, আমার কাছে জমি ও ফ্ল্যাটের কাগজপত্র আছে।