23 C
Kolkata
December 23, 2024
Featured জেলা

তুলসীবেড়িয়াতে রবীন্দ্র ও নজরুল জন্ম জয়ন্তীতে বহুমুখী অনুষ্ঠান

অভিজিৎ হাজরা, হাওড়া: গ্ৰামীণ হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া বাজার প্রাঙ্গণে ‘পার’ সংস্থার আয়োজনে তুলসীবেড়িয়া বাজার কমিটির পরিচালনায় ও উলুবেডিয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চক্ষু পরীক্ষা শিবির আলোচনাসভা অঙ্কন, আবৃত্তি, প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। রবীন্দ্র ও নজরুল স্মরণ প্রতিকৃতিতে পুষ্প নিবেদন, অতিথি বরণ, সমবেত সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

এলাকার প্রায় পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেন। বাগনান তৃপ্তি অপটিক্যাল-এর ডাঃ টি কে বেরা সহ তার সহযোগী দল চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করেন। এলাকার প্রতিযোগীরা প্রতিযোগিতায় উপস্থিত থেকে কানায় কানায় পরিপূর্ণ করেন উৎসব প্রাঙ্গণ। আলোচনা সভায় পর্যায়ক্রমে উপস্থিত হন হাওড়া জিলা পরিষদের উপাধ্যক্ষ মদন মোহন মণ্ডল, জাতীয় শিক্ষক সুচন্দন পোড়েল, কবি বুদ্ধদেব মান্না, পণ্ডিত বিভাষ চক্রবর্তী ,পীর রফিকুল ইসলাম খান, প্রবীর বেরা, মহম্মদ রফিক খান, পূর্ণচন্দ্র সামন্ত সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন ‘পার’ সংস্থার সতীশ ভৌমিক, মহানন্দ হাজরা। নৃত্য পরিচালনা করেন বুবাই অধিকারী, প্রিয়াসা পাঁজা ও সেখ লালচাঁদ।

রবীন্দ্র ও নজরুলের বিভিন্ন ঘটনা তুলে ধরে আলোচনা করেন আলোচকবর্গ। তাঁরা বলেন, কবিদের আত্মজীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সামাজিক অবক্ষয় রোধে যুগ যুগ ধরে অপরিহার্য হয়ে থাকবেন প্রাণপ্রিয় কবি রবীন্দ্র ও নজরুল।

হাওড়ার জয়পুরের বাসিন্দা ও পশ্চিম মেদিনীপুরের ডেবরা কলেজের প্রতিভাবান উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন, জীবনে চলার পথে সব সময় বাংলা ও বাঙালীর কবিয়ালদের আত্মজীবনী থেকে অনুপ্রেরণা পাওয়া যায়।

Related posts

Leave a Comment