কাহরামানমারাস: তুরস্কে ভূমিকম্পের উৎসস্থল ছিল কাহারামানমারাস। সেজন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই অঞ্চল। ভূমিকম্পের পর কেটে গিয়েছে প্রায় প্রায় সাড়ে দশ দিন। অবশেষে সেই এলাকার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হল এক জীবন্ত কিশোরী। ১৭ বছর বয়সি ওই কিশোরীর নাম আলিনা ওলমেজ। এই ঘটনায় উদ্ধারকারীরা কিছুটা হতবাক হলেও যথেষ্ট উত্সাহিত। প্রথমে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে আলিনাকে দেখে মৃত অনুমান করেন। পরে দেখা যায়, ওই কিশোরীর চোখের পাতা নড়ছে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু হয়। এই ঘটনায় আলিনার পরিবারের সদস্যরা উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন।
previous post