আঙ্কারা: একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত তুরস্ক। ভয়াবহ ভূমিকম্পের পর এবার প্রবল বন্যার কবলে পড়ল এই দেশ। মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টির জেরে এই বন্যার সৃষ্টি হয়েছে। বানভাসি হয়েছে দেশের একাধিক অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণ-পূর্বের বিস্তীর্ণ এলাকা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই বন্যায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ জন। নিখোঁজ হয়েছেন আরও বহু ব্যক্তি। গোটা তুরস্ক জুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা।
প্রসঙ্গত তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এখনও চলছে উদ্ধারের কাজ। তার মধ্যে এই বন্যায় চরম জীবন সঙ্কটের মধ্যে পড়েছে দেশের জনসাধারণ।
previous post
