ইস্তানবুল: তুরস্কে টানা সাড়ে পাঁচদিন পর ধ্বংসস্তূপ থেকে একটি জীবন্ত শিশু উদ্ধার। শিশুটির বয়স মাত্র দুই মাস। এই ঘটনায় তাজ্জব গোটা বিশ্ব। জানা গিয়েছে, তুরস্কের হাতায়ে প্রদেশে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন উদ্ধারকারীরা। সেসময় হঠাৎই একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসে। এরপরেই সাবধান হয়ে যান উদ্ধারকারীরা। তাঁরা বুঝতে পারেন, ধ্বংসস্তূপের তলায় এখনও কেউ শিশু বেঁচে আছে। সেজন্য সতর্কভাবে ধ্বংসাবশেষ সরাতে থাকেন। যাতে শিশুটির গায়ে আঘাত না লাগে। এরপর শিশুটিকে জীবন্ত উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ছয় হাজার বহুতল ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ২৮ হাজার মৃতদেহ উদ্ধার হয়েছে। একে শতাব্দীর সপ্তম ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে।
previous post
next post