22 C
Kolkata
December 25, 2024
Featured খেলা বিদেশ

তুরস্কের ধ্বংস্তূপ থেকে ঘানার ফুটবলার আতসুকে উদ্ধার

সংবাদ কলকাতা: তুরস্কের ধ্বংসস্তূপের মধ্যে খোঁজ মিলল ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর। তিনি তুরস্কের ফুটবল লিগে খেলার কারণে সেখানে ছিলেন। তুরস্ক সুপার লিগে আনতাকিয়া শহরের ক্লাব হাতায়স্পোরের হয়ে খেলেন আতসু। ভূমিকম্পের পর নিখোঁজ হয়ে যান তিনি।

অবশেষে তুরস্কের ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁর খোঁজ মেলে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ধ্বংসস্তূপে চাপা পড়ার ফলে তাঁর ডান পায়ে চোট লেগেছে৷ এছাড়া তাঁর শ্বাস কষ্টের সমস্যাও রয়েছে।

জানা গিয়েছে, ভূমিকম্পের পর হাতায়স্পোর ক্লাবের অন্যান্য ফুটবলার ও সদস্যদের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। কিন্তু খোঁজ মিলছিল না আতসু এবং ক্লাবের অন্যান্য ফুটবল কর্তাদের। অবশেষে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় তাঁকে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন ফুটবল অনুরাগীরা।

Related posts

Leave a Comment