27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে

সংবাদ কলকাতা: চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করছে চিকিৎসকরা। তবে বৃষ্টির যে দেখা নেই। তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়, ফাটল ধরছে চাষের জমিতে। স্বস্তির আশায় প্রহর গুণছে বাংলাবাসী। তবে এবার বৃষ্টির আশায় নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বিয়ে। শুক্রবার রাতে মহাধুমধাম করে ছাদনাতলা বানিয়ে, রীতি নিয়ম মেনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙের বিয়ে।

যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধরণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজের ব্যবস্থা। এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন, বিগত তিন বছর ধরে এই তাপপ্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন। আর তারপরই বৃষ্টি হয়। তাই এবছরও তাঁদের এই অনুষ্ঠান। সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে।

তবে কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিজ্ঞান যখন এত এগিয়ে, তখন সাধারণ মানুষের বিশ্বাস এভাবেও বৃষ্টি হতে পারে। কিন্তু আদেও কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি? নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার।

Related posts

Leave a Comment