সংবাদ কলকাতা: গরু পাচার মামলায় জেল বন্দী আছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। বারবার জামিনের আবেদন করেও মেলেনি সুফল। এদিকে শুক্রবার রাতে হঠাৎই তৃনমুল নেতা কর্মীদের ভিড় জমে অনুব্রতর বাড়িতে।
উল্লেখ্য, তিহার জেলে অনুব্রত ভালো নেই। এই সংবাদে রীতিমতো হতাশ অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল। তার উপর হঠাৎই তার বাড়িতে নেতা কর্মীদের ভিড় দেখে রেগে যায় সুকন্যা। এবং নিজের বাড়িতেই ভাঙচুর চালায়। তৃনমুলের নেতা কর্মীদের উপর অভিযোগ যতদিন বাবা জেলের বাইরে ছিল ততদিন বাবার নিকট থেকে বিভিন্ন সুবিধা নিয়েছে তারা। কিন্তু বাবা জেলে যাওয়ার পর আর কোন নেতা কর্মীর দেখা মেলেনি। সুকন্যার এই রুদ্ররূপে ভয় পেয়ে সুকন্যা ও জেল বন্দি অনুব্রতর পাশে থাকার আশ্বাস দেয় তৃণমূল নেতা কর্মীরা।
এই ঘটনায় উদ্বিগ্ন উচ্চ নেতৃত্ব ডেকে পাঠায় বীরভূমের জেলা নেতৃত্বকে। এবং জানতে চাওয়া হয় হঠাৎই কি হল সুকন্যার।