November 1, 2025
জেলা

তিস্তা নদীর পাড় থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

জলপাইগুড়ি, ২৪ জুলাই: ভোট গণনার দিন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক আদিবাসী মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রায়পুর চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন ওই মহিলা। মৃত মহিলা‌র নাম রোশনি ওরাওঁঁ। জানা গেছে গত ১১জুলাই পঞ্চায়েত ভোট গণনা‌র রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। বিষয়টি নিয়ে ১৩ জুলাই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়। অবশেষে রবিবার তিস্তা নদীর পাড় সংলগ্ন এলাকা থেকে তাঁর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এলাকার‌ই এক মহিলা নদীর পাড়ে মৃতদেহ‌টি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা‌দের খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ‌টি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

Leave a Comment