18 C
Kolkata
December 24, 2024
দেশ

ত্রিপুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে জয়ী বিজেপি প্রার্থী

আগরতলা: ত্রিপুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন। শুক্রবার ৩২-১৪ ব্যবধানে পরাজিত হলেন বিরোধী প্রার্থী গোপাল রায়। তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোতকিশোর দেববর্মা বিরোধী জোট থেকে মাঝপথে সরে যেতেই পরাজিত হলেন বামফ্রন্ট ও কংগ্রেসের এই জোট প্রার্থী।

সূত্রের খবর, ফোনে অমিত শাহের সঙ্গে প্রদ্যোতকিশোরের রফা হতেই ভেস্তে গেল বিরোধীদের চাল। রাজ্যের জনজাতিদের উন্নয়নে মধ্যস্থতাকারী নিয়োগের দিন তারিখ চূড়ান্ত করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ২৭ তারিখের মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিতেই বিরোধিতা থেকে সরে আসে তিপ্রা মথা।

যদিও শাসক দলের বিরুদ্ধে লড়াই দেওয়ার মতো বিধায়ক সংখ্যা ছিল না বিরোধীদের হাতে। শাসক দল বিজেপির হাতে ছিল ৩২ জন বিধায়ক। অন্যদিকে তিপ্রা মথার ১৩ জন বিধায়ক নিয়ে বিরোধীদের হাতে ছিল ২৭ জন বিধায়ক। যা শাসক দলের থেকে ৫ জন কম।

তাছাড়া তিপ্রা মথার অনেক বিধায়ক তলে তলে শাসক শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন। সেজন্য প্রদ্যোতকিশোর দেববর্মা মুখে বললেও বিরোধীতা করার সাহস দেখাননি। বিরোধী প্রার্থীর মনোনয়ন পেশের দিন তিপ্রা বিধায়করা তাঁর সঙ্গ ত্যাগ করেন। শুক্রবার বিধানসভার অধিবেশন শুরুর পর ওয়াক-আউট করেন তিপ্রা মথার ১৩ জন বিধায়ক। তাঁরা ভোটগ্রহণে অংশ নেওয়া থেকেও বিরত থাকেন।

Related posts

Leave a Comment