30 C
Kolkata
August 3, 2025
জেলা

বর্ধমানে তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিল মুঠিয়া মজদুর সংগঠন

বিশেষ সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বড় বাজার নতুনগঞ্জ আলমগঞ্জ এবং বোরহাট। সোমবার এই তিনটি বাজার নিয়ে ধর্মঘটের ডাক দিল মুঠিয়া মজদুর সংগঠন। তাঁদের দাবি, বোনাস বাড়াতে হবে। সেই বোনাস না বাড়ানোর জন্য তাঁরা কাজ বন্ধ করে দিয়েছেন। সারা দিনব্যাপী নতুনগঞ্জ গুরপট্টি বাজারে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছেন সমস্ত মুঠিয়া মজদুর কর্মচারীরা। তাঁদের দাবি, চার থেকে সাড়ে চার হাজার টাকা বোনাস দিতে হবে মালিক কর্তৃপক্ষকে।

যদিও এই বিষয়ে মালিক কর্তৃপক্ষ জানান, গত বছর তাঁরা ২৫০০ টাকা বোনাস দিয়েছিলেন। এবারে এক লাফে এত দেওয়া যাবে না। আলোচনা সাপেক্ষে বিবেচনা করে বিষয়টি দেখা হবে ১২ ঘণ্টার মধ্যে। এবার দেখার বিষয়, শেষমেষ এই আন্দোলন কী রূপ নিতে চলেছে। যদিও মুঠিয়া মজদুররা জানান, তাঁদের দাবি না মানলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চালিয়ে যাবেন।

Related posts

Leave a Comment