37 C
Kolkata
April 6, 2025
খেলা দেশ

তিতাসের দুর্দান্ত বোলিং, মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

সংবাদ কলকাতা, ২৯ জানুয়ারি: এই প্রথমবার আইসিসি অনূর্ধ ১৯ মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছে। আর প্রথমবারেই বাজিমাত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ ট্রফি জিতে নিল। এবারে বিশ্বকাপে প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই টুর্নামেন্টে ভারতকে মাত্র একবার হারতে হয়েছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কাছে। সেমিফাইনালে শেফালির ভারত নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করে। ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে অনেকেই দাবি করছিলেন।

আজ ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামে। প্রথম থেকেই চাপে ছিল ইংলিশ ব্যাটসম্যানরা। হুগলির চুঁচুড়ার তিতাসের বোলিংয়ের কাছে অসহায় দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ২ উইকেট নেয় তিতাস। মাত্র ৬৯ রানের সহজ টার্গেট নিয়ে ভারত ২২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে। তবে শেষ পর্যন্ত ১৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় ব্যাটসম্যানরা।

Related posts

Leave a Comment