সংবাদ কলকাতা: গত সপ্তাহে কাঁথির জনসভা থেকেও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেছিলেন, ওরা যে এত বড় বড় কথা বলে, আমি যদি একবার দরজা খুলি, তাহলে বিজেপি দলটাই থাকবে না। ডিসেম্বর মাসে দরজা একটু খুলব। আগামী সপ্তাহেই পাঁচ মিনিটের জন্য খুলব দরজা।
অভিষেকের এই মন্তব্যের পর বুধবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ আজই দিল্লিতে তৃণমূলের অফিসে দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের হাত ধরে একজন বিশেষ ব্যক্তি তৃণমূলে যোগদান করে। যা নিয়েই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি তিনি বিজেপি-র নেতাদের দলে ঢোকানোর চেষ্টা করছেন?
উল্লেখ্য, সেদিন কাঁথির জনসভা থেকে অভিষেক আরও বলেন, যাঁরা প্রায়শ্চিত্ত করে তৃণমূলে যোগ দিতে চাইবে, তাঁদের স্বাগত জানাবে তৃণমূল। তবে কাউকে মাথার উপর ছড়ি ঘোরাতে দেব না। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে অভিষেক কি দরজা খুললেন? এই দল বদলের তালিকায় আর কে কে আছেন?
next post