গতকাল রাতে হাটপাড়া ও দ্বীপের মাঝামাঝি একটি ফাঁকা জায়গায় পৃথ্বীরাজ নস্করের নিজস্ব একটা অফিস এটা পার্টি অফিস বলে চিহ্নিত হয়েছিল। সেখান থেকে পৃথ্বীরাজ নস্করের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পৃথ্বীরাজ নস্করের বাবা অমরেন্দ্রনাথ নস্কর জানিয়েছেন বাইরে ছিল তালা মারা, ভিতরে ছিল একটা চাদরের মধ্যে মোরা পৃথ্বীরাজের রক্তাক্ত দেহ। গত তিনদিন আগে থেকে পৃথ্বীরাজ আর বাড়ি যাচ্ছিল না পরিবার সূত্রে জানা যায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার উস্তি থানাতে একটি মিসিং ডায়েরি করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর যখন না পেয়ে পার্টি অফিসের জানালা দিয়ে ভিতরে পরিবারের লোকজন দেখে ভিতরে একজন রক্তাত্যাক্ত অবস্থায় পড়ে আছে তখনই উস্তি থানা কে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে পৃথ্বীরাজের রক্তাক্ত দেহ পরিবারের অভিযোগ যেহেতু রাজনীতি করতেন বিজেপির মথুরাপুর মিডিয়া সেলের কনভেনার ছিলেন সেহেতু তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিছুদিন আগে অভয়াকাণ্ডে প্রতিবাদ মিছিলে বাড়িতে থ্রেট করেছিল বেশ কিছু মানুষ। আর এই মৃত্যুর পর পরিবারের অভিযোগ দাবি করা হয়েছে পৃথ্বীরাজকে।
previous post