প্রিয়াশ্রী খাঙ্গার, ৩ ডিসেম্বর: এবার তামিলনাড়ুর মন্দিরে প্রবেশ করতে গেলে হাতে রাখা যাবে না কোনও মোবাইল। গতকাল, শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট এমনই নিষেধাজ্ঞা জারি করল। এখন প্রত্যেকে কোনও ধর্মীয় স্থান ঘুরতে গেলে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। কিন্ত সেসব দিন এবার শেষ। তামিলনাড়ুর সমস্ত ধর্মীয় স্থান, মন্দিরে প্রবেশ করতে গেলেই মন্দিরের বাইরে মোবাইল জমা রাখতে হবে। দর্শনার্থীদের মোবাইল নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে মন্দির কর্তৃপক্ষ। মন্দির প্রাঙ্গণের পবিত্রতা এবং শান্তি বজায় রাখার জন্যই এই নির্দেশ। তা স্পষ্টই জানিয়ে দিয়েছে আদালত।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে অনেক মন্দিরের গর্ভগৃহের ছবি তোলাতে নিষেধাজ্ঞা আরোপ থাকে। কিন্তু সরাসরি মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ভারতে এই প্রথম। এই নির্দেশ কেবলমাত্র তামিলনাড়ু রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। এই বিষয়ে আদালত তামিলনাড়ুর সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। যদি কোনও দর্শনার্থীর কাছে মোবাইল পাওয়া যায়, সেটি বাজেয়াপ্ত করবে মন্দির কর্তৃপক্ষ। এমনটাই জানানো হয়েছে আদালতের তরফে।
previous post