নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শীতকাল মানেই শিলিগুড়ি জমজমাট। গোটা শীতকাল জুড়ে মেলা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শহরের বিভিন্ন প্রান্তে। শীতকালে শিলিগুড়ির কলেজপাড়াও থাকে জমজমাট। শিলিগুড়ি কলেজের মাঠে শীতের সকালে যেমন অল্প বয়সী ছেলেদের ক্রিকেট খেলতে দেখতে পাওয়া যায়, আবার দুপুরে কলেজ মাঠে প্র্যাকটিস করে বাঘাযতীন ক্লাবের ক্ষুদে ক্রিকেটাররা।
বড়দিনের সময় এই মাঠে অনুষ্ঠিত হয় বাবলাতলা ক্রিকেট প্রতিযোগিতা। শীতের সন্ধ্যায় ভলিবল খেলতে দেখা যায় অল্প বয়সী ছেলেদের। রবিবার ছুটির দিনে সকাল থেকেই জমজমাট কলেজ মাঠ। এদিন সন্ধ্যায় অল্প বয়সী ছেলেদের প্রবল উৎসাহের সাথে ভলিবল খেলতে দেখা গেল। তাদের খেলা দেখতে জনতারাও উৎসাহে ভিড় জমায়।
previous post