24 C
Kolkata
April 17, 2025
দেশ

তমলুক রাজ্য সড়ক রুটে বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা হলদিয়া থেকে কলকাতা ভায়া মহিষাদল, তমলুক রাজ্য সড়ক রুটে বাস পরিষেবা চালু করল। আজ, বুধবার বিধায়ক তিলক চক্রবর্তী মহিষাদলে সেই বাস পরিষেবার সূচনা করেছেন। তাঁর উদ্যোগেই নতুন করে ওই বাস পরিষেবা চালু হয়েছে। ওই এসবিএসটিসি বাসটি হলদিয়ার টাউনশিপ থেকে ছেড়ে মহিষাদল হয়ে কলকাতা পৌঁছবে সকাল ৯টায়। তারপর আবার বাসটি ধর্মতলা ছেড়ে হলদিয়া আসবে দুপুর ২ টা নাগাদ। তবে বিধায়ক তিলক চক্রবর্তী ব্যবসায়ী ও অফিসযাত্রীদের কথা ভেবে তাদের সকলের সুবিধার্থে টাইমটেবিল পাল্টাপাল্টির ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন। যাত্রীর অভাবে কয়েক বছর আগে ওই বাস চালু হলেও তা বন্ধ হয়ে গিয়েছিল।

Related posts

Leave a Comment